কুমারখালীতে বঙ্গবন্ধুর 'জুলিও কুরি' শান্তিপদকের ৫০ বছরপূর্তি উদযাপন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ‘জুলিও কুরি’ শান্তিপদক প্রাপ্তির ৫০ বছরপূর্তি যথাযোগ্য মর্যাদায় ও উৎসবের আমেজে উদযাপন উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ মে) সকাল সাড়ে ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠানমালার আয়োজন করে উপজেলা প্রশাসন।

কুমারখালীতে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তিপদকের ৫০ বছরপূর্তি উদযাপন
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবলীগের সভাপতি ও কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদসহ প্রমূখ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ প্রমূখ।

