কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে জুয়া খেলা নিয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে জুয়া খেলা নিয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ৩, ২০২৩
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে জুয়া খেলা নিয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার

কুষ্টিয়া র‍্যাবের অভিযানে হরিপুরের আলোচিত কেরাম বোর্ডে জুয়া খেলাকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী আরিফ (৩৭) নামের একজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে জুয়া খেলা নিয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে জুয়া খেলা নিয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে জুয়া খেলা নিয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার

শনিবার (৩ জুন) আনুমানিক রাত আড়াইটার সময় কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন প্রাগপুর গ্রামে একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃত আসামী আরিফ কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর বোয়ালদহ কান্তিনগর এলাকার মৃত নান্নুর ছেলে।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এবং স্কোয়াড্রন লীডার মো. তৌহিদুল মবিন খান এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সুত্রে জানা যায়, কুষ্টিয়া জেলার সদর উপজেলার কান্তিনগর বোয়ালদহ গ্রামে মিরাজুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে চায়ের দোকানে কেরাম বোর্ড খেলাকে কেন্দ্র করে, টাকা পয়সা লেনদেন ও পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।

হত্যাকান্ডের ঘটনায় নিহতের শ্যালক বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় র‍্যাব আসামী গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি রাখলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

আরও পড়ুন: