জুয়া খেলার টাকা না পেয়ে স্ত্রীর মুখ ঝলসে দিলো স্বামী - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

জুয়া খেলার টাকা না পেয়ে স্ত্রীর মুখ ঝলসে দিলো স্বামী

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২২, ২০২৫

কুমারখালী প্রতিনিধি ॥ জুয়া খেলার টাকা না পেয়ে স্ত্রীর মুখমণ্ডল তরকারির ঝোল দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী বিরুদ্ধে। গত বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে শৈলকুপা উপজেলার সারুটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত শামীম খাঁ (৩২) শৈলকুপা উপজেলার সারুটিয়া গ্রামের মনিরুল খাঁ ছেলে। জানা যায়, ১৩ বছর আগে শামীম খাঁ সঙ্গে বিয়ে হয় কুমারখালী পান্টি ইউনিয়নের ভবানীপুর গ্রামের লুকমান হোসেনের মেয়ে শারমিন আক্তারের সঙ্গে।

বিয়ের পর থেকে শারমিন আক্তারের উপর অত্যাচার করে আসছে স্বামী শামীম খাঁ। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, জুয়া খেলার টাকা না পেয়ে শারমিন আক্তার এর মুখে গরম তরকারির ঝোল ঢেলে দেয় স্বামী শামীম খাঁ। এই কাজে সহযোগিতা করেন শামীমের বোন নাসিমা ও তার মা রেখা খাতুন। ভুক্তভোগী, শারমিন আক্তার বলেন, বুধবার বিকেলে আমি তরকারি রান্না করছিলাম। এমন সময় জুয়া খেলার জন্য আমার স্বামী গরু বিক্রির ৫ হাজার টাকা আমার কাছে চাইলে। আমি জুয়া খেলার টাকা দিতে অস্বীকার করলে। আমার মুখের উপর গরম তরকারি ছুড়ে মারলে আমার মুখ ঝলসে যায়। সেই সময় আমার শাশুড়ি রেখা খাতুন ও ননদ নাসিমার সহযোগিতায়।

আমার মুখ ও শরীরের বিভিন্ন জায়গায় আগুনের ছ্যাঁকা দেয় তারা। আমি কোন প্রতিকার না পেয়ে বাবার বাড়িতে চলে আসি এবং গত শনিবার কুমারখালী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়। এই ঘটনায় আমি সঠিক বিচার চাই। অভিযুক্ত শামীম খাঁ বলেন, আমার ভুল হয়েছে। আমি এমন করতে চাননি। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, এই ঘটনায় কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।