কুমারখালীতে বাড়ির ছাদে জুয়ার আসর, গ্রেফতার ৭
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের চর আগ্রাকুন্ডা গ্রামের মো. খসরু রহমানের পাকা বাড়ির ছাদে চলছিল জুয়ার আসর। খবর পেয়ে তাস, নগদ টাকা, মোবাইল ফোনসহ ৭ জনকে আটক করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার রাত দেড়টার দিকে তাঁদের আটক করা হয়।

কুমারখালীতে বাড়ির ছাদে জুয়ার আসর, গ্রেফতার ৭
বুধবার (২৬ এপ্রিল) ভোরে তাঁদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করে পুলিশ। মামলা নং ৩৭। উক্ত মামলায় গ্রেফতার দেখিয়ে সকাল ১১ টায় আসামিদের আদালতে পাঠায় পুলিশ।
আসামিরা হলেন – চর আগ্রাকুন্ডা গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে রতন শেখ (৩৬), লাল মিয়ার ছেলে মুক্তার হোসেন (২৬), হোসেন আলীর ছেলে মো. মিঠুন (৩৯), আকমল হোসেনের ছেলে রুবেল মিয়া (২৮), আতাই প্রামাণিকের ছেলেে মজিবর রহমান (৩৭), হাবিবুর রহমানের ছেলে খসরু মিয়া (৩৮) ও আব্দুস রাজ্জাকের ছেলে সাজেদুল ইসলাম (৩৮)।

কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন জানান, বাড়ির ছাদে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে রাতে ৭ জনকে আটকের পর জুয়া মামলায় গ্রফতার দেখিয়ে সকালে আদালতে পাঠানো হয়েছে। এসময় আসামিদের কাছ থেকে নগদ চার ৭১০ টাকা, ৯৬ পিচ তাস ও ৫ টি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
