কুষ্টিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে জিকে খালের পানি প্রবাহ বন্ধ করার অভিযোগ
কুষ্টিয়ায় জিকে খালের পানি প্রবাহ বন্ধ করে দখলদারিত্ব চালানোর অভিযোগ সদর উপজেলার বটতৈল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলুর বিরুদ্ধে। এবিষয়ে বর্তমান চেয়ারম্যান জিকে অফিসে জানিয়েও কোনো ফল পায়নি।

কুষ্টিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে জিকে খালের পানি প্রবাহ বন্ধ করার অভিযোগ
জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ রাস্তায় সেতু/কালভার্ট নির্মাণ কর্মসূচি ২০১৫-২০১৬ অর্থ বছরে কবুরহাট স্বর্গপুর রাস্তায় সুতিয়া ব্রীজের স্থলে খালের উপর ৫০ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রস্থ আর সি সি সেতু নির্মাণ করা হয়।এতে চুড়ান্ত বর্তায় হয় ৩২ লক্ষ ৫২ হাজার ৬শত ৫৩ টাকা। সেতুটি উদ্বোধন করেন কুষ্টিয়া সদর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মাহবুবু উল আলম হানিফ।

কুষ্টিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে জিকে খালের পানি প্রবাহ বন্ধ করার অভিযোগ
৬ বছর পার হতে না হতেই সেতুর নিচে মাটি ভরাট করে পানি প্রবাহ বন্ধ করে দিয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু। কয়েক বিঘা জমি দখল করে তারকাঁটার বেড়া দিয়ে ঘিরে রেখেছে। সেখানে বোনা হয়েছে লাল শাক।
এলাকাবাসী জানায়, একসময়কার দাপটে বিএনপি নেতা আব্দুল মজিদ বাবলুর এখন আওয়ামীলীগে যোগদান করে দখলদারিত্ব শুরু করেছে। জিকে খাল দখল করে সেখানে সবজি চাষ শুরু করেছে। এখন জিকে খালের পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। কৃষক পানি পাচ্ছে না। মাসখানেক আগে জিকের খাল ভরাট করে দখল করা হয়েছে জমি।
এছাড়াও বিএনপি ক্ষমতায় থাকা কালীন তিনি টুইন টাওয়ার নামক একটি জায়গায় টর্চার সেল তৈরি করে সেখানে শালিস বিচারের নামে অর্থ বাণিজ্য করতেন। এরপর দীর্ঘদিন বিএনপি ক্ষমতায় না থাকায় তিনি সুবিধা না পেয়ে ২০১৭ সালে বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামীলীগে যোগদান করেন। এছাড়াও তিনি একটি মসজিদ নির্মাণের নামে কোটি কোটি টাকা বানিজ্য করেছেন।
এবিষয়ে বটতৈল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু ফকির বলেন, আমি জিকের জায়গা দখলের কথা শুনে সেখানে গিয়েছিলাম। জিকে কতৃপক্ষকে জানিয়েছি। তারা ব্যবস্থা নেয়নি।
আব্দুল মজিদ বাবলুর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, জিকে খালের সেতু আমার জায়গার উপর দিয়ে গেছে। আমি জিকের জায়গা দখল করিনি। আপনারা যা লিখবেন লেখেন। লিখে আমার ক্ষমতা কমাতে পারেন? আমিও আপনাদের বিরুদ্ধে লিখবো।

বটতৈল ইউনিয়নের সাবেক এক চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে বলেন, আওয়ামীলীগ বা বিএনপি যে দলই ক্ষমতায় থাকুক আব্দুল মজিদ বাবলু চেয়ারম্যান কোন সমস্যা হয় না। সে বিএনপি ক্ষমতায় থাকা কালীন কবুরহাট এলাকায় টুইন টাওয়ার নামক একটি বিল্ডিংয়ে টর্চার সেল বানিয়েছেন। সেখানে সালিশের মাধ্যমে অর্থ বাণিজ্য করতেন। এখন আওয়ামী লীগের এক নেতার বেয়াই পরিচয়ে দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাশিদুর রহমান এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি খোঁজ নিয়ে জানাবো।
