মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া ২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুর গ্রেপ্তারে মিরপুর উপজেলা বিএনপির আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয় । গতকাল সোমবার (২৬ আগষ্ট) মিরপুর বাজার ঈগল চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে সিরাজ চৌধুরী মার্কেটে এসে শেষ হয়।
আনন্দ মিছিলে বক্তারা বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের সাবেক এই অবৈধ তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু দেশের বহু মানুষকে মিথ্যা তথ্য দিয়ে ফাঁসিতে ঝুলিয়েছে। তার সময়ে আমরা মিরপুরে কোনো মিটিং-মিছিল করতে পারিনি। মিরপুরে আমাদের অসংখ্য নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন হয়রানি করেছে। এই অবৈধ মন্ত্রীর কারণে আমাদের নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারেনি। আজকে এই আটক হওয়ায় আমাদের জন্য খুশির দিন।
আমরা স্বৈরাচার সরকারের সাবেক এই তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুর বিচার দাবি ও ফাঁসি চাই। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক রহমত আলী রব্বান, পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইদুল হক মুকুল, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক ইব্রাহিম আলী, যুগ্ম সাধারন সম্পাদক আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান বাবু, উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী ও পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লু।
এসময় ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বারুইপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি খন্দকার লুৎফর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মাসুদুল হক মাসুদ, ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মজিবার রহমান, সাধারন সম্পাদক তোফাজ্জেল হোসেন, তালবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি খলিলুর রহমান, বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি সেকেন্দার মল্লিক, সাধারন সম্পাদক হারছেন, আমবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক নায়েব আলী, সাংগঠনিক সম্পাদক দৌলৎ মেম্বার, কুর্শা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মকবুল হোসেন, সাধারন সম্পাদক মিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী, যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন, লাভলু, আব্দুল মালেক, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নাসিরুজ্জামান রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব জাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান মনি, যুগ্ম আহবায়ক তোজাম্মেল হক, আজিজুল হক, আব্দুল হালিম, প্রমুখ উপস্থিত ছিলেন।
