দৌলতপুরে জাসদের কর্মী সভা অনুষ্ঠিত
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা জাসদের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় দৌলতপুর মুক্তিযোদ্ধা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

দৌলতপুরে জাসদের কর্মী সভা অনুষ্ঠিত
দৌলতপুর উপজেলা জাসদের সভাপতি ছহির উদ্দিনের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির জনসংযোগ বিষয়ক সম্পাদক ও জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নান্নু মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান মাষ্টার।
বক্তব্য রাখেন, জাসদ নেতা আলহাজ্ব সরোয়ার হোসেন, দৌলতপুর উপজেলা যুবজোটের সভাপতি চাদঁ মহাম্মদ, সোহেল আহমেদ নয়ন, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মেম্বার, মিরাজ মালিথা, আতিয়ার রহমান, আরিফুল ইসলাম, আব্দুল হাফিজ তপন।
![]()
সভায় নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে দৌলতপুরের ১৪ ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের তারিখ ঘোষণা করেন।
