মিরপুর প্রতিনিধি ॥ গতকাল বৃহস্পতিবার (১৫ আগষ্ট) কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ১নং চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া গ্রামের বিলপাড়ার মোঃ বিল্লাল হোসেনের বাড়ি সকাল সাড়ে ৭টার সময় বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তার জামা কাপড় টুপি সব কিছুই পুড়ে গিয়েছে। শুধু পরনের লুঙ্গি আর গামছা ছাড়া আর কিছুই নাই।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর উপজেলা শাখার পক্ষ থেকে মোঃ বিল্লাল হোসেন কে ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। এসময় উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব মোঃ আব্দুল গফুর বলেন, জামায়াতে ইসলামী কারো ঘর পুড়ায় না, বরং কারো ঘর পুড়ে গেলে তার ঘর তৈরি করে দেয়। এসময় আরও উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা, আমির খন্দকার রেজাউল করিম, মিরপুর পৌর, আমির মাওলানা মোঃ ওমর ফারুক, চিথলিয়া ইউনিয়ন, আমির মাওলানা নেছার আহম্মদ ও এলাকার জামায়াত নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
