জাতীয় মহিলা সংস্থা মিরপুর শাখা কর্তৃক কামারুল আরেফিন এমপি’কে সংবর্ধনা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

জাতীয় মহিলা সংস্থা মিরপুর শাখা কর্তৃক কামারুল আরেফিন এমপি’কে সংবর্ধনা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২৯, ২০২৪

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা মিরপুর শাখার অধীনস্ত তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী  উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প মিরপুর উপজেলার প্রশিক্ষণ কার্যক্রমের পক্ষ থেকে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিনকে এক সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১১টায় মিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা হয়। জাতীয় মহিলা  সংস্থা কুষ্টিয়ার চেয়ারম্যান  জেবুন নেছা সবুজের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য  কামারুল  আরেফিন। এ সময় তার সাথে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি পত্নী মারিয়া আক্তার দিশা আরেফিন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)  আবুল কাশেম জোয়ার্দ্দার, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, মিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন প্রমূখ। অনুষ্ঠানে প্রকল্পভুক্ত নারী কর্মীদের মধ্যে যারা কার্যক্রম বাস্তবায়নে ভালো অবদান রেখেছেন, তাদেরকে পুরস্কৃত করা হয়।