সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জাতীয় গ্রন্থগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতারনী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক এহেতেশাম রেজার সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও পুরষ্কার বিতারনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তারেক জুবায়ের সহ কুষ্টিয়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং জেলা প্রশাসন কার্যালয়ের কর্মকর্তা বৃন্দ।

উক্ত আলোচনা সভায় জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন, আমাদের বই পড়ার অভ্যাস করতে হবে। এক সময় লাইব্রেরি ছিল এখন লাইব্রেরি আছে, কিন্তু আমরা মোবাইল ও ডিভাইসের প্রতি আসক্ত হয়ে পড়েছি। যারফলে আমরা বই পড়ার অভ্যাস থেকে পিছিয়ে যাচ্ছি। যা আমাদের ছাত্র-ছাত্রীদের সৃজনশীলতা বিকাশে বাধা সৃষ্টি করছে। আলোচনা কালে জেলা প্রশাসক উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের বই পড়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ডাক্তার-ইঞ্জিনিয়ার সহ আমরা যত কিছুই হচ্ছি তা বই পড়ার অভ্যাস এবং তথ্য আদান প্রদানের মাধ্যমেই সম্ভব হচ্ছে। তাই জীবণে বড় কিছু হতে হলে বই পড়ার ছাড়া অভ্যাস করা ছাড়া বিকল্প কোন কিছু নাই। আলোচনা কালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তারেক জুবায়ের বলেন, আধুনিক বাংলাদেশ গড়তে বই পড়ার গুরুত্ব অপরিসীম। পৃথিবীর সব কিছু বেইমানি করলেও বই কখনো বেইমানি করে না। যারা রাস্তায় ইভটিজিং সহ অনান্য অপরাধ করেন তাদেরকে আমার বই পড়ার অভ্যাসের মাধ্যমে ফিরিয়ে আনতে পারি। আলোচনা সভা শেষে উপস্থিত উন্মুক্ত বই পাঠ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেরা প্রশাসক এহেতেশাম রেজা এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তারেক জুবায়ের।
