কুমারখালীতে অনূর্ধ্ব -১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
কুষ্টিয়ার কুমারখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব -১৭) -২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন ইউএনও বিতান কুমার মন্ডল।

কুমারখালীতে অনূর্ধ্ব -১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এ খেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সাইদুর রহমান লালু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন, জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকী বাদশাসহ প্রমূখ।
উদ্বোধনী খেলায় জগন্নাথপুর ইউনিয়ন ফুটবল একাদশকে ০-২ গোলে পরাজিত করে শিলাইদহ ইউনিয়ন ফুটবল একাদশ বিজয় লাভ করেন।
![]()
