জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী-আবদুর রউফ
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয় ফরম দাখিলের শেষ দিন ধার্য করা হয়েছিলো গত ৩০ নভেম্বর। কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের তথ্য মতে গত ৩০ শে ডিসেম্বর পর্যন্ত কুষ্টিয়া ৪টি সংসদীয় আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার লক্ষে ৪৬ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেন।

জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী-আবদুর রউফ
এদিকে পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী গত ৪ ডিসেম্বর সকাল ১১ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এহেতেশাম রেজা প্রার্থী এবং তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে দাখিলকৃত মনোনয়ন ফরম যাচাই বাছাই শেষে প্রার্থীতা বাতিল হওয়ার কারণ সহ বৈধ প্রার্থীতা ঘোষনা করেন। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এহেতেশাম রেজা’র ঘোষণা অনুযায়ী কুষ্টিয়ার ৪ টি সংসদীয় আসনে ১৭ জনের প্রার্থীতা বাতিল করা হয়।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা, সংসদীয় আসন-৭৮) আসন থেকে যাচাই বাছাই করে ৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়। মনোনয়ন বাতিলকৃতরা হলেন, মোঃ খাইরুল ইসলাম (স্বতন্ত্র প্রার্থী), মোঃ ফারুক হোসেন (জাকের পার্টি) এবং আবদুর রউফ (স্বতন্ত্র)। এর মধ্যে সরকারী চাকুরীজীবি হওয়ার কারণে মোঃ খাইরুল ইসলাম’র মনোনয়ন বাতিল হয়। এছাড়াও ঋণ খোলাপী হওয়ার কারণে মোঃ ফারুক হোসেন এবং আবদুর রউফ’র মনোনয়ন বাতিল হয় বলে জানান জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়। এদিকে মনোনয়নপত্রের বৈধতা দাবী করে নির্বাচন কমিশনে আপিল করেন স্বতন্ত্র প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলী লীগের সদস্য আবদুর রউফ। তার আপিলের ভিত্তিতে গতকাল সোমবার আপিল শুনানী শেষে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষনা করে বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়।
মনোনয়নপত্র বৈধ ঘোষনার পর থেকে কুমারখালী ও খোকসা উপজেলার বিভিন্ন বাজার ও ইউনিয়নে আবদুর রউফ’র অনুসারীরা আনন্দ মিছিল করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোষ্ট দিয়ে উচ্ছাস প্রকাশ করে। এদিকে নির্বাচন কমিশন কার্যালয় মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করার পর আবদুর রউফ উপস্থিত সাংবাদিকদের বলেন, যাদের সাথে সাধারণ মানুষের দীর্ঘ দিনের সম্পর্ক রয়েছে তারা চাইবে তাদের মনের মানুষকে আগামী নির্বাচনে নির্বাচিত করার। যে কারণেই আমার নির্বাচনী এলাকায় ব্যাপক ভোটার উপস্থিত হবেন। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।
