কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় দুই বোন আহত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় দুই বোন আহত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ৮, ২০২৩
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় দুই বোন আহত

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীর হামলায় দুই নারী আহত হয়ে হাসপাতালে। কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারায় বৃহস্পতিবার (৮ জুন) সকালে এ হামলার ঘটনা ঘটে।

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় দুই বোন আহত

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় দুই বোন আহত

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় দুই বোন আহত

জানাযায়, বড় আইলাচারা গ্রামের মৃত মাহাতাব আলীর পরিবারের সাথে একই এলাকার মৃত অহেদ আলীর পরিবারের জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে মৃত মাহাতাব আলীর মেয়ে জান্নাতুল ফেরদৌসের মুরগী খামারের রাস্তা বন্ধ করে দেয় মৃত অহেদ আলীর ছেলেরা।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে মৃত অহেদ আলীর ছেলে মঙ্গল, বশির, শাহাদাত সহ ৬/৭ জন। লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামালা চালিয়ে গুরুতর আহত করে। এ সময় তার বড় বোন সালমা সুলতানা তাকে হামলাকারীদের হাত থেকে রক্ষা করতে এলে তাকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করে। আহতদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত দুই বোনকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।

এ ঘটনার পর জান্নাতুল ফেরদৌস কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ করেছেন।

আরও পড়ুন: