বিশেষ প্রতিনিধি ॥ কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিনের নেতৃত্বে কুষ্টিয়ায় বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়নে ও ধানের শীষের প্রচারনায়, গতকাল রবিবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে পৌর সভার বিজয় উল্লাস চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাবেশে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-৩ সদর আসনের সাবেক এমপি, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এ কর্মসূচিতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান কাজল মাজমাদার ও সাবেক সাংগানিক সম্পাদক এ্যাডঃ শামিম উল হাসান অপু, কুষ্টিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মেজবাউর রহমান পিন্টু ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ রেজা ফাহিম, জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এস আর শিপন বিশ্বাস ও বর্তমান আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম মনির, সদর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আল শাহারিয়া মামুন প্রমূখ।
এ সমাবেশে সদর উপজেলার ১৩ টি ইউনিয়ন, পৌর এলাকার ২১ টি ওয়ার্ড থেকে থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সেখানে জড়ো হন। পরে পথসভাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রকসি গলি সম্মুখে গিয়ে শেষ হয়। পথসভা ও সমাবেশে সাবেক এমপি সোহরাব উদ্দিনের উপর আস্থা রেখে তাকে মনোনয়নের জন্য বিভিন্ন স্লোগান ও বক্তব্য দেন নেতাকর্মীরা। এসময় অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, বিএনপির প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচির মাধ্যমে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।
জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, দুর্নীতি দমন, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, এসবই এই কর্মসূচির মূল লক্ষ্য। তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময়ই জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে এবং দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, দলের প্রতি আমার পূর্ন বিশ্বাস আছে আগামী নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে দল থেকে আমাকে মনোনয়ন দিবে এবং জনগণের ভোটে ধানের শীষের বিজয় হবে।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ একটি সুখি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে। তাই এই ৩১ দফা দাবি জনগনের দোয়ারে দোয়ারে পৌঁছিয়ে দিতে হবে। পথসভা শেষে কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি এন এস রোড় ঘুরে বড়বাজার রকশী গলির মোড়ে এসে শেষ হয়। র্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
