কুষ্টিয়ায় বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত
কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যেগে সরকার পতনের একদফা দাবী আদায়ে গত শনিবার ঢাকা প্রবেশমুখ গুলোতে অবস্থান কর্মসূচী পালনকালে নেতাকর্মীদের উপর হামলা নির্যাতনের প্রতিবাদে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয় চত্বরে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ায় বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত
কুষ্টিয়া জেলা বিএনপির সহ-সভাপতি কুতুব উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অডিও বার্তায় বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির সহ-সভাপতি বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক একে বিশ্বাস বাবু, মিরাজুল ইসলাম রিন্টু, আব্দুর রাজ্জাক বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মঈদ বাবুল, খন্দকার সামসুজ্জাহিদ, খোকসা উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ আমজাদ আলী, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল, মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান, ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু দাউদ, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব, কুমারখালী উপজেলা বিএনপির আহবায়ক লুৎফর রহমান, কুমারখালী পৌর বিএনপির সদস্য সচিব হাজী মনোয়ার হোসেন, কুষ্টিয়া জেলা যুবদলের সভাপতি আল আমিন রানা, সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, সাধারন সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল, জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহবায়ক আমজাদ হোসেন বিদুৎ, সদস্য সচিব এ্যাড. নুরুল ইসলাম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জমির উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
![]()
সভায় বক্তারা বলেন, জনগণ শপথ নিয়েছে, এ সরকারের পতন না হওয়া পর্যন্ত কেউ ঘরে যাবে না। গ্রেফতার করছেন করেন, আমরা ভয় পাই না, বিএনপি কাপুরুষের দল নয়। আজ নেতাকর্মীরা বাজার করতে গেলে গ্রেফতার করা হচ্ছে, মসজিদে নামাজ পড়তে গেলে গ্রেফতার করা হচ্ছে। কোনো অত্যাচারী শাসক টিকতে পারেনি। আপনারাও পারবেন না। আজ জেলখানায় নেতাকর্মীরা অসুস্থ। আরও গ্রেফতার করা হচ্ছে। তাদের কোথায় রাখবেন? যতই অত্যাচার করেন না কেন, আন্দোলন চলবে। জনগণ শপথ নিয়েছে, এ সরকারের পতন না হওয়া পর্যন্ত কেউ ঘরে যাবে না। খোকসা ও দৌলতপুর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা করা হয়েছে এবং কুষ্টিয়া সকল উপজেলায় পুলিশ রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশির নামে নির্যাতন হয়রানী করা হচ্ছে আমরা এই সভা থেকে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে গ্রেফতার কৃত সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবী জানাচ্ছি।
