কুষ্টিয়ায় দুই দিন মেয়াদী “জনশৃঙ্খলা ব্যবস্থাপনা প্রশিক্ষণ” কোর্সের সনদপত্র বিতরণ
কুষ্টিয়া পুলিশ লাইন্সে দুই দিন মেয়াদী “জনশৃঙ্খলা ব্যবস্থাপনা প্রশিক্ষণ” কোর্সের (৮ম, ৯ম ও ১০ম ব্যাচের) সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়ায় দুই দিন মেয়াদী “জনশৃঙ্খলা ব্যবস্থাপনা প্রশিক্ষণ” কোর্সের সনদপত্র বিতরণ
বৃহস্পতিবার ৬ এপ্রিল জেলা পুলিশ, কুষ্টিয়ার আয়োজনে কুষ্টিয়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে কনস্টেবল হতে এসআই (স:/নি:) পদমর্যাদার পুলিশ সদস্যদের ০২(দুই) দিন মেয়াদী “জনশৃঙ্খলা ব্যবস্থাপনা প্রশিক্ষণ” কোর্সের (৮ম, ৯ম ও ১০ম ব্যাচের) সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সনদপত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া। সমাপনী বক্তব্যে প্রধান অতিথি মহোদয় বলেন জীবনের প্রয়োজনে প্রতিটি মানুষের পেশাগত কাজের উন্নয়নের জন্য একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণ গ্রহণের প্রয়োজন হয়। এছাড়াও প্রধান অতিথি মহোদয় বিভিন্ন বাস্তব ঘটনা/অভিজ্ঞতা উল্লেখ করে প্রশিক্ষণের লক্ষ্য, উদ্দেশ্য, সফলতা সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা ও অনুপ্রেরনামূলক বক্তব্য উপস্থাপন করেন।
এছাড়াও কুষ্টিয়া জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে “জনশৃঙ্খলা ব্যবস্থাপনা প্রশিক্ষণ” কোর্সে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে মর্মে প্রধান অতিথি মহোদয় আশাবাদ ব্যাক্ত করেন। সদনপত্র প্রদানকালে ট্রেনিং দক্ষতা মূল্যায়ন করে ০২ জন প্রশিক্ষণার্থীকে অর্থ পুরস্কারে পুরস্কৃত করে “জনশৃঙ্খলা ব্যবস্থাপনা প্রশিক্ষণ” কোর্সে উৎসাহিত করেন।
পরবর্তীতে প্রধান অতিথি মহোদয় প্রশিক্ষণরত সকলকে সনদপত্র প্রদান করেন। উক্ত “জনশৃঙ্খলা ব্যবস্থাপনা প্রশিক্ষণ” কোর্সে ৮মব্যাচ (০১/০৪/২০২৩ হতে ০২/০৪/২০২৩ পর্যন্ত), ৯ম ব্যাচ (০৩/০৪/২০২৩ হতে ০৪/০৪/২০২৩ পর্যন্ত)এবং ১০ম ব্যাচে (০৫/০৪/২০২৩ হতে ০৬/০৪/২০২৩ পর্যন্ত) কনস্টেবল হতে এসআই (সঃ/নিঃ) পর্যন্তজেলা পুলিশের সর্বমোট ৩৭৩ জন পুলিশ সদস্য অংশ গ্রহন করে। ০২(দুই) দিন মেয়াদী “জনশৃঙ্খলা ব্যবস্থাপনা প্রশিক্ষণ” কোর্সের প্রত্যহ দিনের শুরুতে ভোর ০৬:৩০ ঘটিকায় পিটির মাধ্যমে শুরু হয় প্রশিক্ষণ কর্মসূচী।
অতঃপর সকাল০৮.০০ ঘটিকায় প্যারেড, বেলা ১০.৩০ ঘটিকায় রায়ট ড্রিল, বেলা ১১.৩০ ঘটিকায় আইন বিষয়াদিসহ বিভিন্ন ডিউটি সম্পর্কে সম্যক ধারণা সম্পর্কিত ক্লাস, লাঞ্চ শেষে বেলা ০৩.০০ ঘটিকায় অস্ত্র প্রশিক্ষণ এবং ০৭:৩০ মিনিটে রাত্রীকালীন রোল কলের মাধ্যমে সমাপ্ত হয় প্রশিক্ষন কর্মসূচীর।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া, জনাব মো: হাফিজুর রহমান, আরওআই, কুষ্টিয়া, জনাব শ্রী রাধেশ চন্দ্র সেন, আর,আই, কুষ্টিয়া, জনাব সৈয়দা রেশমা খানম, নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ইনচার্জ পুলিশ কন্ট্রোল ও ইনচার্জ হিসাবে অতিরিক্ত দায়িত্ব নারী প্রত্যয়ী) কুষ্টিয়া, জনশৃঙ্খলা ব্যবস্থাপনা কোর্সের ইন্সট্রাক্টরবৃন্দ, প্রশিক্ষনার্থীবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্য বৃন্দ প্রমুখ।
