কুমারখালী প্রতিনিধি ॥ পরিকল্পিত সড়ক ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কুমারখালীর চাপড়া ইউনিয়নের ছেঁউরিয়া মন্ডলপাড়া এলাকাবাসীর দুর্ভোগ চরম পর্যায়ে পৌছেছে। দীর্ঘদিন ধরে বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাপন চরম পর্যায়ে। সেজন্য জনদুর্ভোগ নিরোসন ও পরিকল্পিতত সড়ক ও ড্রেনেজ খাল নির্মাণের জন্য মঙ্গলবার এলাকাটি সরেজমিন পরিদর্শন করেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ। বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধা পর্যন্ত ছেঁউরিয়া এলাকার অলিগলি পাঁয়ে হেটে ঘুরেঘুরে পরিদর্শন করেন এবং নানাবয়সি মানুষের সঙ্গে কথা বলেন তিনি। শোনেন তাঁদের দীর্ঘদিনের সুখ – দুঃখের সড়ক ও ড্রেনেজ খালের কথা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রহিম, জেলা পরিষদের সদস্য সেলিম হক, চাদপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান রাশিদুজ্জামান তুষার, নন্দলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান খোকন, চাপড়া ইউনিয়নের কাজী তৌহিদুল ইসলাম তুহিন সহ প্রমূখ। এসময় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বলেন, সাধারণ জনগণ খেতেও চাইনা, পড়তেও চাইনা। তারা চাই জনপ্রতিনিধিরা সুখে দুঃখে তাদের কাছে যাক। জনপ্রতিনিধিদের কাছে মন খুলে একটু কথা বলতে। আর দৌড়গড়ায় না গেলে তাদের সুবিধা – অসুবিধা জানা যায়না। বুঝা যায়না। তিনি আরো বলেন, ছেঁউরিয়া বাসির দীর্ঘদিনের দাবি সড়ক ও ড্রেনেজ খাল নির্মাণ কাজ খুব দ্রুতই শুরু করা হবে।
