মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে ৯০ জন দুস্থ নারীদের মাঝে একটি করে সেলাই মেশিন, গরীব মেধাবী ছাত্রীদের মাঝে ২৭টি বাইসাইকেল ও উপজেলার ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
মিরপুর উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) সকালে মিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসব সামগ্রী বিতরণ করা হয়। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-০২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুল হালিম। এ সময় বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন এমপি পত্নী মারিয়া আক্তার দিশা, মিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন প্রমূখ।
পরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আওতায় প্রতিবন্ধী ৭জন শিক্ষার্থীকে হুইল চেয়ার প্রদান করা হয়। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে কামারুল এমপি বলেন, –খালেদা জিয়া, মুজাহিদ নিজামীর নেতৃত্বে বাংলাভাই তৈরী করে যেভাবে গাছে ঝুলিয়ে মানুষ মারা হতো, সেভাবেই এখন মানুষ মেরে গাছে ঝুলিয়ে রাখা হচ্ছে। সেই জঙ্গীরাই আবার ফিরে এসেছে, জঙ্গীরা এখন দেশটাকে অচল করে দিতে চাচ্ছে।
বিগত ছাত্র আন্দোলনে নাশকতা করে, বাংলাদেশের যে হাজার হাজার কোটি টাকার ক্ষতি তারা করেছে, তা পুষিয়ে নেয়া সম্ভব হবে। আপনারা যারা আজকে সেলাই মেশিন নিয়ে যাচ্ছেন যদি এটার সঠিক ব্যবহার করে সফল হন। যেসব কোমলমতি ছাত্রীরা আজকে বাইসাইকেল পাচ্ছেন। তারা যদি সঠিকভাবে লেখাপড়া করে বিবি করিমুন্নেছার মতো মানুষ হতে পারেন-তাহলে আপনারাই পারবেন আবার এই সোনার বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উচু করে দাড় করাতে।
