কুষ্টিয়ায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা,কুষ্টিয়ার- কুমারখালীতে তুচ্ছ ঘটনায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে আরেক বন্ধুর বিরুদ্ধে। শনিবার (২০ মে) বিকেলে পান্টি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।নিহতের নাম মো. তানজিল শেখ (২০)। তিনি পান্টি- ইউনিয়নের ওয়াসী গ্রামের মো. মনিরুল শেখের ছেলে। সে পান্টি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে তানজিলসহ কয়েকজন বন্ধু পান্টি মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে গল্প করছিলেন। এ বন্ধু ইমন ওরফে ওবাইদা (২০) এসে তাদের সঙ্গে যোগ দেয়। একপর্যায়ে তানজিলের সঙ্গে ইমনের তর্কবিতর্ক হয়। এরমধ্যে ইমন তার পকেট থেকে ছুরি বের করে তানজিলের বুকে
আঘাত করে। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

আরও পড়ুনঃ
