কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে মারাত্মক জখম: গ্রেফতার-২ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে মারাত্মক জখম: গ্রেফতার-২

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২৭, ২০২৩

কুষ্টিয়া শহরের পৌরসভার ১০ নং ওয়ার্ডের উত্তর মিলপাড়ার বড় স্টেশন পার্শ্ববর্তী স্থানে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে সবুজ সেখ (২৭) নামের এক যুবক আহত হয়েছে।

কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে মারাত্মক জখম: গ্রেফতার-২

কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে মারাত্মক জখম: গ্রেফতার-২

এই ঘটনায় অভিযুক্ত সিয়াম নামের এক যুবক ও তার পিতা র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছেন।
আহত সবুজ শেখ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। আহত সবুজ সেখ একই এলাকার কোবির শেখের ছেলে। গ্রেফতারকৃত সিয়াম (১৭) ও ইবরাহিম ইব্রাহ (৪০) একই এলাকার বাসিন্দা। সম্পর্কে পিতা ও পুত্র।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালের দিকে উত্তর মিলপাড়া বড় স্টেশনের সামনে একটি উন্মুক্ত টিউবয়েলের ধারে কে বা কাহারা মলত্যাগ করে। সবুজ সেখ এর ছোট ভাই যখন টিউবওয়েল পারে যায় তখন সিয়াম তাঁকে দোষারোপ করে মারধর করে। এই ঘটনা দেখতে পেয়ে সবুজ সেখ এগিয়ে গেলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। বাক-বিতণ্ডার এক পর্যায়ে তার কাছে থাকা ডেগার দিয়ে সবুজ এর পেটে আঘাত করে এতে সবুজ গুরুতর আহত হয়।

এই গোলযোগ শুনতে পেয়ে সিয়ামের পিতা ঘড় থেকে বটি হাতে করে বেরিয়ে আসে এবং সবুজের ভাই ও ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় সিয়ামের পিতা ইব্রা তার হাতে থাকা বটি দিয়ে সবুজের ভাই সুজন কে আঘাত করে। এতে সুজন আহত হয়। এ সময় এলাকাবাসী উপস্থিত হলে সিয়াম ও তার পিতা পালিয়ে যায় অতঃপর এলাকাবাসী সবুজ ও সুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানান, উত্তর মিলপাড়া এলাকায় সামান্য ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এতে একজন গুরুতর আহত হয়েছে। বিষয়টি নিয়ে (৪) জনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে।

আরও পড়ুন: