ভেড়ামারায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনার দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনার দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ৬, ২০২৩
ভেড়ামারায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনার দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

ভেড়ামারায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনার দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আজিজ এর বিরুদ্ধে বিষদগার এর প্রতিবাদে মঙ্গলবার বিকেলে ভেড়ামারা সাতবারিয়া বাস স্ট্যান্ড থেকে ভেড়ামারা শহরের বাস স্ট্যান্ড পর্যন্ত দীর্ঘ এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ভেড়ামারায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনার দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

ভেড়ামারায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনার দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

ভেড়ামারায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনার দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

মূলত শুক্রবার একটি অফিসে বিশৃঙ্খলা সৃষ্টির কিছু পরে সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর ও পদদলিত করা হয়।

নেতৃবৃন্দ বলেন, এই ঘটনার সম্পূর্ণ দায়ভার আব্দুল আজিজ এর উপরে চাপানোর ষড়যন্ত্র করা হয়। একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের জন্য অসৎ উদ্দেশ্যে এলাকার পরিবেশ অশান্ত করছে। দলের মধ্যে বিভ্রান্তি সন্দেহ ,অবিশ্বাস দানা বেঁধেছে। এমতাবস্থায় এলাকায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এরকম ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্যে সবার প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানান আওয়ামীলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

ধরমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ধরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হক, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক, সিনিয়র সহ-সভাপতি এনামুল হক সহ সভাপতি সাজেদুর রহমান সান্টু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যতম নেতা মাহাবুল মেম্বার ও তালেবুর রহমান টুকু, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মুসলিম উদ্দিন, ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক ইমরান হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল আহমেদ ,জাতীয় শ্রমিক লীগ ধরমপুর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ ইয়াকুব আলী, কুষ্টিয়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি শাহজাহান আলী, যুবলীগ নেতা সাইফুল ইসলাম ও ফারুক হোসেন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দীর্ঘ এই মানববন্ধনে বিপুলসংখ্যক যুবলীগ নেতাকর্মী এবং শান্তি প্রিয় এলাকাবাসী যোগদান করেন।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে যুবলীগ নেতা আব্দুল আজিজ এর বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার বন্ধ করবার জন্য আহ্বান জানান। মানববন্ধনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সার্বক্ষণিক পর্যবেক্ষণে নিয়োজিত ছিলেন ভেড়ামারা থানার পুলিশ কর্মকর্তা ও ফোর্সগণ।

সুন্দর সফল ও সার্থক ভাবে আজকের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধন সফল করায় নেতাকর্মী ভক্ত সমর্থক সহ এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যুবলীগ নেতা আব্দুল আজিজ।

ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হক তার বক্তব্যে, এলাকায় এহেন অপ্রত্যাশিত ঘটনার পুনরাবৃত্তি রোধে শান্তি আলোচনাকে অগ্রাধিকার দিয়ে দলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

আরও পড়ুন: