ক্যাফে বাজার ক্যাফেটেরিয়ার মালিক ওয়াসিফ বারী চৌধুরীর উপর হামলা
কুষ্টিয়া শহরের মজমপুর গেটে অবস্থিত ক্যাফে বাজার ক্যাফেটেরিয়া মালিক ওয়াসিফ বারী চৌধুরীর উপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে।

ক্যাফে বাজার ক্যাফেটেরিয়ার মালিক ওয়াসিফ বারী চৌধুরীর উপর হামলা
মঙ্গলবার রাত ১১ টার দিকে কয়েকজন অজ্ঞাত যুবক ক্যাফে বাজার রেস্টুরেন্টের নিচে এসে অতর্কিত হামলা চালায়। এতে ওয়াসিফ বারী চৌধুরী আঘাতপ্রাপ্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন অজ্ঞাত যুবক হঠাৎ এসে ওয়াসিফ বারী চৌধুরীর উপর হামলা চালায়। এসময় কোন কিছু বুঝে উঠার আগেই এক মিনিটের কম সময়ে তারা হামলা চালিয়ে দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করে।
হামলার ঘটনার পর পরই টহল পুলিশের দায়িত্বে থাকা কুষ্টিয়া মডেল থানার কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হলেও হামলাকারী কাউকে আটক করা সম্ভব হয়নি।

ক্যাফে বাজার ক্যাফেটেরিয়ার মালিক ওয়াসিফ বারী চৌধুরী জানান, আমার ক্যাফেটেরিয়ায় মহিলা কাস্টমার আসলে ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিকের অনুসারী কয়েকজন তাদের উত্যোক্ত করার চেষ্টা করে। এই ঘটনার প্রতিবাদ করলে এর কিছু সময় পর কয়েকজন অজ্ঞাত যুবক এসে আমার উপর অতর্কিত হামলা চালায়। হামলার শিকার হওয়া ওয়াসিফ বারী চৌধুরী জানান, আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
