কুষ্টিয়া চেম্বার অব কমার্সের নির্বাচন: ট্রেড গ্রুপে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ৩ প্রার্থী পরিচালক নির্বাচিত
দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাধারন নির্বাচন বোর্ড-২০২৩ এর চেয়ারম্যান মীর ছানোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাধারন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই ও বৈধ মনোনয়ন পত্রের তালিকা গত ৯ সেপ্টেম্বর বিকাল ৪ টায় প্রকাশ করা হয়।

কুষ্টিয়া চেম্বার অব কমার্সের নির্বাচন: ট্রেড গ্রুপে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ৩ প্রার্থী পরিচালক নির্বাচিত
প্রার্থীতা প্রত্যাহারের নির্ধারিত ১৯ সেপ্টেম্বর দেখা যায় কোন প্রার্থী, প্রার্থীতা প্রত্যাহার করেন নাই। যেহেতু ট্রেড সদস্য গ্রুপে নির্বাচিত প্রার্থীর সংখ্যা ৩ (তিন) জন এবং ট্রেড সদস্য গ্রুপ হতে ৩ (তিন) জন সদস্যই মনোনয়নপত্র দাখিল করেছেন এবং তাদের মনোনয়ন পত্র যোগ্য বিবেচিত হয়েছেন।
মনোনয়নপত্র দাখিলের সংখ্যা এবং নির্বাচিত প্রার্থীর সংখ্যা সমান হওয়ায় মনোনয়ন দাখিলকৃত প্রার্থী হাজী মোঃ রবিউল ইসলাম, মোঃ মোকারম হোসেন মোয়াজ্জেম ও আবু জাফর মোল্লাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংঘ বিধির ৪৩(১) ধারা মোতাবেক নির্বাচিত পরিচালক ঘোষনা করা হলো।
![]()
