মোহিনী মিলের পিলার চুরির চেষ্টা, বাধ্য হয়ে মুসা খানের দায়সারা কাজ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মোহিনী মিলের পিলার চুরির চেষ্টা, বাধ্য হয়ে মুসা খানের দায়সারা কাজ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২, ২০২৩
মোহিনী মিলের বৈদ্যুতিক পিলার চুরির চেষ্টা বাধ্য হয়ে মুসা খানের দায়সারা কাজ

শনিবার দৈনিক সময়ের কাগজ পত্রিকা সহ একাধিক স্থানীয় ও জাতীয় পত্রিকায় “কুষ্টিয়ায় মোহিনী মিলের সম্পদ চুরির চেষ্টা” শিরোনামে নিউজ প্রকাশিত হয়। এরপর চুরির চেষ্টা করা রেল স্লিপার দিয়ে তৈরি করা পিলারটি আগের স্থানেই রেখে যেতে বাধ্য হন অভিযুক্ত মিলপাড়া মুসা খান।

মোহিনী মিলের পিলার চুরির চেষ্টা, বাধ্য হয়ে মুসা খানের দায়সারা কাজ

মোহিনী মিলের পিলার চুরির চেষ্টা বাধ্য হয়ে মুসা খানের দায়সারা কাজ

মোহিনী মিলের পিলার চুরির চেষ্টা বাধ্য হয়ে মুসা খানের দায়সারা কাজ

গত ১ এপ্রিল চুরি চেষ্টার ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে কিছু সময় পলাতক থেকে বিকেল ৫ টার দিকে কোন রকম পিলারটি খারা করে রাখেন অভিযুক্ত মুসা খান ও তার সহযোগীরা। রবিবার ২ এপ্রিল ভোর রাতে কোন রকম দায়সারা ভাবে ঝালাই দিয়ে পিলারটি লাগিয়ে দেন মুসা খানের সহযোগীরা। এই পিলারটি দায়সারা ভাবে লাগানোর কারণে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসীরা।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, এই পিলারটি পাশের আরেকটি বৈদ্যুতিক পিলারকে ধরে রাখতে একটি নিদিষ্ট মাপে ঝালাই করে লাগানো ও ৪/৫ ফিট মাটির গভীরে পুঁতে রাখা ছিল। কিন্ত এখন মাটির সাথে কোন রকম রেখে লোক দেখানো দায়সারা ঝালাই করে লাগানো হয়েছে।

তারা আরো জানান, গত শনিবার দুপুর বেলা রাস্তা ফাঁকা থাকা অবস্থায় তাড়াতাড়ি করে ঐ পিলারটি কেটে নামিয়ে নেয় মুসা আলী খান ও তার সহযোগীরা। পরে ঘটনাস্থলে পুলিশ, সাংবাদিক ও স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত হলে সেখান থেকে সটকে পরেন মুসা।

এব্যাপারে মোহিনী মিলের দ্বায়িত্বপ্রাপ্ত ম্যানেজার শরিফুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারি সম্পদ এভাবে কাটার কোন অনুমতি নাই। মুসা খান যেটা করেছে সেটা আইন লংঘন করেছেন। আমি আমার মিলের ইনচার্জ সহ আনসার সদস্যদের বলে দিয়েছি পিলারটি যেস্থানে যেভাবে ছিলো ঠিক সেইভাবে মুসা খানকে দিয়ে ঠিক করিয়ে নিতে। আমি আগামী ২/৩ দিনের মধ্যে কুষ্টিয়াতে এসে আইনগত ভাবে চুরির ব্যাপারে মামলা করবো।

উল্লেখ্য গত শনিবার মুসা আলী খান নামের এক ব্যক্তি সরকারি জমি দখল করে দোকান নির্মাণের অন্তরালে এই বৈদ্যুতিক পিলার চুরির চেষ্টা করেন। চুরির চেষ্টাকালে পুলিশ, সাংবাদিক ও স্থানীয় জনতা উপস্থিত হলে আনুমানিক ৪০ ফিট লম্বা পিলারটি ফেলে রেখে পালিয়ে যান মুসা খান ও তার সহযোগীরা। মুসা আলী খান মিলপাড়া ধোপাপাড়ার মৃত রজব আলীর ছেলে।

আরও পড়ুন