চিকিৎসা সেবার অবস্থা করুণ হওয়ার মূল কারণ হলো দূর্ণীতি: অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

চিকিৎসা সেবার অবস্থা করুণ হওয়ার মূল কারণ হলো দূর্ণীতি: অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৮, ২০২৪

দৃষ্টি ভঙ্গি পরিবর্তন করলেই আমাদের চিকিৎসা সেবায় পরিবর্তন আসবে: প্রকৌশল জাকির সরকার

 

নিজ সংবাদ ॥ বাংলাদেশ মেডিকেল টেকনোলোজিস্ট এ্যাসোসিয়েশনের (বিএমটিএ) কুষ্টিয়া জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মেডিকেল টেকনোলোজিস্ট এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি খাজা মাঈন উদ্দিন মঞ্জু, প্রধান বক্তা ছিলেন মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোঃ মোমিনুল হকের সভাপতিত্বে এবং বিএমটিএ কেন্দ্রীয় কমিটির দূর্যোগ ব্যবস্থাপানা বিষয়ক সম্পাদক সৌরভ হোসেন রিংকুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির সরকার, যুগ্ম আহবায়ক এ্যাড. মহঃ তৌহিদুল ইসলাম আলম, কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ মো. আকুল উদ্দিন, কুষ্টিয়া জেলা ড্যাব এর যুগ্ম আহ্বায়ক ডাঃ মো. ফজলুল হক, ড্যাব চুয়াডাঙ্গা জেলার শাখার ডাঃ মো. আবু হাসানুজ্জামান এবং এম-ট্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি এ. কে. এম মুসা লিটন প্রমূখ।

কুষ্টিয়া জেলার সর্বস্তরের মেডিকেল টেকনোলোজিস্টদের নিয়ে অনুষ্ঠিত এই সম্মেলন মো. ইয়ারুল ইসলামকে সভাপতি ও মো. সৌরভ হোসেন রিংকুকে সাধারন সম্পাদক করে বাংলাদেশ মেডিকেল টেকনোলোজিস্ট এ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার কমিটি গঠন করা হয়। এছাড়াও মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলারও কমিটি গঠন করা হয় এই সম্মেলন থেকে। বিশেষ অতিথির বক্তব্যে প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আশা করি আজকের সম্মেলনের মধ্য দিয়ে আপনারা যে কমিটি গঠন করলেন, সেই কমিটির মাধ্যমে আপনাদের দাবি দাওয়া আছে তা বাস্তবায়ন হবে। তিনি আরও বলেন, আমরা যদি জনগণের সমর্থন নিয়ে আগামীতে দেশ পরিচালনা করার সুযোগ পাই তাহলে আপনাদের দাবী দাওয়া নিয়ে আর কোন কথা বলতে হবে না। অটোমেটিক্যালি পূরণ হবে যাবে।

প্রকৌশলী জাকির হোসন সরকার আরও বলেন, স্বাস্থ্য সেবাই আমরা নাজুক অবস্থানে দাঁড়িয়ে আছি। বিশেষ করে পার্শ্ববতী দেশে আমাদের দেশ থেকে কারণে অকারণে লক্ষ লক্ষ রোগী স্বাস্থ্য সেবার জন্য যায়। অথচ আমাদের দেশের ডাক্তার চিকিৎসার মান নিয়ে কোন প্রশ্ন নাই। তাদের সক্ষমতা এবং অভিজ্ঞতা নিয়ে কোন প্রশ্ন নাই। তারপরও আমাদের কোন বাইরের দেশে চিকিৎসা সেবার জন্য যেতে হয়? আসালে সমস্যা কোথায়? উপস্থিত ডাক্তার এবং টেকনোলজিস্টদের উদ্দেশ্যে প্রকৌশল জাকির হোসেন সরকার বলেন, একটু নজর দিলেই আমরা এই সমস্যার সমাধান করতে পারি। শুধুমাত্র দৃষ্টি ভঙ্গি পরিবর্তন করলেই আমাদের চিকিৎসা সেবায় পরিবর্তন আসবে। কারণ হিসাবে প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমরা চিকিৎসা সেবার জন্য যে সকল যন্ত্রপাতি ও সরঞ্জামাদি ক্রয় করি তার অধিকাংশই ইউরোপ এবং আমেরিকা থেকে। ভারত তাদের যন্ত্রপাতি নিজেরাই তৈরি করে। সেই কারণে ভারতের থেকে যন্ত্রপাতি ও সরঞ্জামাদি মানের দিক থেকে অনেক ভালো।

তাই ডাক্তার এবং টেকনোলজিস্টরা চেষ্টা করলেই আমাদের দেশে চিকিৎসা সেবা ভালো করা সম্ভব। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার বলেন, আমরা এমন এক দেশে বসবাস করি যেখানে নার্সরা দ্বিতীয় শ্রেণীতে চলে গেছে, কিন্তু টেকনোলজিস্টরা এখন দ্বিতীয় শ্যেণীতে যেতে পারেন নাই। বিএনপি যদি জনগনের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনায় আসে আমি এই ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবো। আমাদের দেশে মেডিকেল সায়েন্স চরম দূরাবস্থার মধ্যে আছে। সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় অবস্থা খুবই করুন। চিকিৎসা সেবার অবস্থা করুণ হওয়ার মূল কারণ হলো দূর্ণীতি। আজকে বিভিন্ন জায়গায় মেডিকেল কলেজ তৈরি করা হচ্ছে। বিশেষ করে প্রাইভেট মেডিকেল কলেজে ছাত্র-ছাত্রীদের পড়ানোর মত পর্যাপ্ত শিক্ষক ও সুযোগ সুবিধা নেই। প্রাইভেট মেডিকেল কলেজে ডাক্তার, নার্স এবং টেকনোলজিরও অভাব রয়েছে। মেডিকেল সায়েন্সকে আমরা পেশায় পরিণত করে ফেলেছি। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাই বাংলাদেশে নতুন করে আর কোন মেডিকেল কলেজ তৈরি করা যাবে না। যেই সমস্ত মেডিকেল কলেজ আছে সেগুলোর শিক্ষার মানোন্নয়নে মনোযোগ দিতে হবে।