কুমারখালীতে মায়ের ঈদের কাপড় দেওয়ার সময় দুর্ঘটনায় চার বন্ধুসহ আহত ৫
কুষ্টিয়ার কুমারখালীতে অতিরিক্ত গতি নিয়ে ওভারটেক করতে গিয়ে পিছনের মোটরসাইকেলটি সামনের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ এপ্রিল) সন্ধা সাড়ে ৭ টার দিকে উপজেলার লালনবাজার – পান্টি সড়কের যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া জামে মসজিদ এলাকায় এদুর্ঘটনা ঘটে। এতে এক মোটরসাইকেলে থাকা চার বন্ধুসহ ৫ জন আহত হয়েছেন।

কুমারখালীতে মায়ের ঈদের কাপড় দেওয়ার সময় দুর্ঘটনায় চার বন্ধুসহ আহত ৫
আহত ৪ বন্ধু হলেন – উপজেলার পান্টি ইউনিয়নের সান্দিয়ারা গ্রামের ইদ্রিস শেখের ছেলে সামি আহমেদ (১৯), শফিকুল ইসলামের ছেলে সিয়াদ (১৮), মুন্নু শেখের ছেলে অরণ্য (১৮) ও আসরাফুল ইসলামের ছেলে মো. আসিফ (১৭)। তাঁরা সবাই ছাত্র। আরেক জন হলেন যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের কৃষক ময়েন শেখ (৬৫)। আহতদের মধ্যে চারজন স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা দেওয়া হয়েছে। আশঙ্খাজনক অবস্থায় আহত অরণ্যকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এবিষয়ে আহত আসিফ বলেন, তাঁর সৎ মায়ের জন্য ঈদের কাপড় দিতে একটি পালসার মোটরসাইকেল করে চার বন্ধু জোতমোড়া যাচ্ছিল। পথিমধ্যে জোতমোড়া বড় জামে মসজিদ এলাকায় পৌছালে পিছন থেকে অতিরিক্ত গতি সম্পন্ন একটি মোটরসাইকেল তাঁদের গাড়িটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তাঁরা চার বন্ধ সড়কের ওপর ছিটকে পড়ে তাঁদের মুখ, হাত, পাসহ শরীরের বিভিন্ন অংশ কেটে ছুলে যায়।
আহত ময়েন শেখের ছেলে আইনাল বলেন, তাঁর বাবা বাজারে যাচ্ছিলেন। এসময় একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তাঁর বাবার মাথা, গলা, মুখ কেটে যায়।
জোতমোড়া জয়বাংলা বাজারের পল্লী চিকিৎসক কিয়ারুল ইসলাম বলেন, ৫ জনেরই শরীরের বিভিন্ন স্থানে ক্ষত রয়েছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন বলেন, অতিরিক্ত গতি, অতিরিক্ত আরোহী ও ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
