কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আবদুর রউফের ট্রাক প্রতীকের বিজয়ী করতে চাপড়া ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চাপড়া ইউনিয়নের নগর সাঁওতায় কৃষকলীগের অফিসে এ আলোচনা সভা হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির হাসান রিন্টু তিনি বলেন, সকলের একতাবদ্ধতা হলো মূল হাতিয়ার। আর এই হাতিয়ারই জনগণ, জনগণের কাছে মিশে তাদের ভোট কেন্দ্রে আসার জন্য অনুরোধ করতে হবে। তাদের ভোট প্রয়োগের মধ্যে দিয়েই আগামী ৭ জানুয়ারি আব্দুর রউফের ট্রাক প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে। বক্তব্যে চাপড়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ইসরাইল শেখ বলেন, আব্দুর রউফের জনপ্রিয়তা তার অবদান জনগণ জানে তিনি সব সময় মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আগামীতেও তিনি খোকসা-কুমারখালী বাসীর জন্য তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন। আপনার সকলে সবাই সবার মতো করে বাড়ি বাড়ি গিয়ে ট্রাক প্রতীকের ভোট চান সময় আর নেই এখনই সময় জনগণের নেতা আব্দুর রউফের জন্য আমরা আর ২ দিন পরিশ্রম করলেই ৭ জানুয়ারি বিজয়ী হব। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা কুদ্দুস শাহ, চাপড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো.আলাউদ্দিন, মো.সবুজ ইসলামসহ চাপড়ার ৫,৬,৭ নং ওয়ার্ডের সমাজ প্রধানরা।
