চতুর্থ ধাপের শেষ দিন কুষ্টিয়ায় বিএনপি’র লিফলেট বিতরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

চতুর্থ ধাপের শেষ দিন কুষ্টিয়ায় বিএনপি’র লিফলেট বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২, ২০২৪

দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনসহ অসহযোগ আন্দোলনের ডাকে কুষ্টিয়ায় লিফলেট বিতরণ করেছে বিএনপি। সোমবার সকাল ৮টায় কুষ্টিয়া শহরস্থ বড়বাজার ও ঘোড়ার ঘাট এলাকায় লিফলেট বিতরণ করে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপুর নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়।

চতুর্থ ধাপের শেষ দিন কুষ্টিয়ায় বিএনপি’র লিফলেট বিতরণ

সোমবার ছিল লিফলেট বিতরণের চতুর্থ ধাপের দ্বিতীয় ও শেষ দিন। উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক বকুল আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক রাসেল হোসেন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসময় ৭ই জানুয়ারি নির্বাচন বর্জন, ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীর দায়িত্ব পালনে বিরত থাকা, সরকারকে সকল প্রকার ট্যাক্স খাজনা প্রদান থেকে বিরত থাকা, ব্যাংকে লেনদেন এড়িয়ে চলা এবং রাজনৈতিক মামলায় অভিযুক্তদের মামলায় হাজিরা থেকে বিরত থাকাসহ সম্মিলিত লিফলেটের মাধ্যমে জনসাধারনকে আহ্বান জানানো হয়।