ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৩০, ২০২৫

দৌলতপুর প্রতিনিধি ॥ সারা দেশের ন্যায় কুষ্টিয়া-দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় লাগাতার ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে তীব্র শীত ও কুয়াশার কারণে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে দিনমজুর, ভ্যানচালক, রিকশাচালক ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। প্রচন্ড শীতে কাজের সন্ধানে বের হতে না পারায় অনেক পরিবার মানবেতর জীবন যাপন করছে। কুয়াশার কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা আরও বেড়েছে। শীতের প্রকোপে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে। ঠান্ডাজনিত রোগে ভোগা মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। স্থানীয় হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্র গুলাতে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর ভিড় লক্ষ করা গেছে।

এদিকে ঘন কুয়াশার কারণে সড়ক ও নৌপথে যান চলাচলে বিঘ্ন ঘটছে। ভোররাত থেকে সকাল পর্যন্ত  কুয়াশার চাদরে ঢাকা থাকায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। অনেক যানবাহন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চলাচল করছে। শীত নিবারণের জন্য এখনো পর্যাপ্ত সরকারি সহায়তা না পৌঁছানোয় হতদরিদ্র মানুষের কষ্ট আরও বেড়েছে। স্থানীয়রা দ্রুত শীতবস্ত্র বিতরণসহ  প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন। ভুক্তভুগি মানুষের জন্য শীতবস্ত্র বা নগদ সহয়তার ব্যাপারে জানার জন্য দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার এর সাথে যোগাযোগ করার চেষ্টা করে মোবাইলে পাওয়া যায় নাই। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিন শৈত্য প্রবাহ ও কুয়াশা অব্যাহত থাকতে পারে, ফলে জনদুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।