ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ৫ শিক্ষার্থীর বিষয়ে সিন্ডিকেট সভায় চুড়ান্ত সিদ্ধান্ত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ৫ শিক্ষার্থীর বিষয়ে সিন্ডিকেট সভায় চুড়ান্ত সিদ্ধান্ত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ২১, ২০২৩
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ৫ শিক্ষার্থীর বিষয়ে সিন্ডিকেট সভায় চুড়ান্ত সিদ্ধান্ত

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ৫ শিক্ষার্থীর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ৫ শিক্ষার্থীর বিষয়ে সিন্ডিকেট সভায় চুড়ান্ত সিদ্ধান্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ৫ শিক্ষার্থীর বিষয়ে সিন্ডিকেট সভায় চুড়ান্ত সিদ্ধান্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ৫ শিক্ষার্থীর বিষয়ে সিন্ডিকেট সভায় চুড়ান্ত সিদ্ধান্ত

রবিবার বিকেল সোয়া ৫টায় বিশ্ববিদ্যালয় ছাত্র শৃঙ্খলা কমিটির সভা শেষে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আব্দুস সালাম। তিনি জানান, উচ্চ আদালতের নিদের্শনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি নিয়ে পর্যালোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত উচ্চ আদালতে পেশ করা হবে। তবে অভিযুক্ত সানজিদা চৌধুরী অন্তরাসহ ৫শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার হতে পারে এমন ইঙ্গিতও দেওয়া হয়েছে।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আব্দুস সালামের সভাপতিত্বে রবিবার বিকেল সাড়ে ৪টায় উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত ছাত্র শৃঙ্খলা কমিটি সভায় উপস্থিত ছিলেন, প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ, ছাত্র উপদেষ্ট প্রফেসর ড. সেলিনা নাছরিনসহ ছাত্র শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।

এরআগে গত ১৫জুলাই বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি এবং হাইকোর্টের প্রেরিত প্রতিবেদনের আলোকে বিশ্ববিদ্যালয়ের ষ্টুডেন্টস কোড অব কন্ডাক্ট-১৯৮৭ এর পার্ট-২ ধারা-৮ মোতাবেক সর্বোচ্চ শান্তি এক বছরের জন্য অভিযুক্ত ৫শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করা হয়। এতে উচ্চ আতালত বিষয়টি আরো পর্যালোচনা পূর্বক শাস্তির মেয়াদ বৃদ্ধির পরামর্শ দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। এরই প্রেক্ষিতে রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয় ছাত্র শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ১১ ও ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের গনরুমে ফুলপরি খাতুন নামে এক নবীন ছাত্রীকে রাতভর নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ উঠে ইবি শাখা ছাত্রলীগ নেত্রী ও পরিসংখ্যান বিভাগের সানজিদা চৌধুরী অন্তরা, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম, মোয়াবিয়া জাহান, আইন বিভাগের ইসরাত জাহান মীম ও ফাইন আর্টস বিভাগের হালিমা খাতুন উর্মীর বিরুদ্ধে। এ নিয়ে বিশ্ববিদ্যালয় হল, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও উচ্চ আদালত এবং ইবি শাখা ছাত্রলীগ সহ পৃথক ৪টি তদন্ত কমিটি গঠিত হয়। তদন্ত শেষে প্রতিবেদনের আলোকে ঘটনার সত্যতা প্রমাণিত হলে হাইকোর্টের নির্দেশে বিশ্ববিদ্যালয় থেকে অভিযুক্ত ৫শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। এছাড়াও হল প্রশাসন ও ছাত্রলীগ তাদের তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের বহিষ্কার করে।

আরও পড়ুন: