নিজ সংবাদ ॥ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী প্রাণের শিা প্রতিষ্ঠান দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুল এর ১২০ বছর পূর্তি উপলক্ষে প্রাণের উৎসব ২০২৫” উদযাপনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয় হয়েছে। আহ্বায়ক কমিটির উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন হাটশ হরিপুর ইউপি চেয়ারম্যান মুস্তাক হোসেন মাসুদ, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড: জহুরুল ইসলাম, সমাজসেবক এ্যাড: জহুরুল ইসলাম (আয়কর), দি কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি হাজী আবুল কাশেম, হাটশ হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন। কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুলের প্রধান শিকক্ষ আশরাফুল হক উজ্জল, যুগ্ম আহ্বায়ক ইসলামী বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল, দৈনিক সত্যখবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক হাসিবুর রহমান রিজু, দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুলের প্রাক্তণ শিক্ষার্থী খাদেমুল বাশার, জামিরুল ইসলাম, হাফিজুর রহমান (হাবু)। আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে রয়েছেন সেলিম উদ্দিন, মজিবার রহমান, মুকতার হোসাইন, শাহানুর আলম জুয়েল, শামসুর রহমান, সুজন মাহমুদ, শামীম হোসেন, আনোয়ার হোসেন, রবিউল ইসলাম, আমিরুল ইসলাম, আল হেলাল, আব্দুর রহিম, আলমগীর হোসেন, শাহিনুর রহমান, জুয়েল ইসলাম, সাইফুল ইসলাম, খালেদ মাহমুদ, মাজহারুল ইসলাম, হেলাল উদ্দিন, হাবিবুর রহমান, আমির সোহেল ও শামসুর রহমান হিরা। দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুলের সকল প্রাক্তণ শিক্ষার্থী ও শিক্ষকরা এই উৎসবে অংশগ্রহণ করবেন। আগামী মাসে এই কমিটি পরবর্তী মিটিং নির্ধারণ করেছেন বলে জানা গেছে।
