আজাদ সানি ॥ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুরের অভিযানে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের কালীতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৪০০ (চারশত) পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ এক মাদক ব্যাবসায়ী আটক হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড উত্তর মাগুরা গ্রামের মৃত রজব আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪৫)।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জানায় তারা প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব-১২ এর দিকনির্দেশনায় গতকাল সোমবার (১৭ নভেম্বর) বিকেলে সিপিসি-৩, মেহেরপুর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট ৪ শত পিস সহ আটক করেন।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) সিপিসি-৩, মেহেরপুরের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট ওয়াহিদ আরও জানান-গোয়েন্দা সোর্সের মাধ্যমে জানতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরের নিজ এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট অন্য এলাকা হতে ক্রয় করে এনে নিজ এলাকাসহ আশপাশের এলাকায় বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে মর্মে স্বীকার করেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ২৯ (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ধরণের অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার অভিযান সচল রেখে নিরাপদ বাংলাদেশ গঠনে র্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর বদ্ধপরিকর বলে জানা যায়।
