গোস্বামীদুর্গাপুরে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

গোস্বামীদুর্গাপুরে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ২৮, ২০২৩
গোস্বামীদুর্গাপুরে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগ ও শহর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে মাসব্যাপী শোকাবহ আগস্টের কর্মসূচির অংশ হিসেবে গোস্বামীদুর্গাপুর ইউনিয়নে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গোস্বামীদুর্গাপুরে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

গোস্বামীদুর্গাপুরে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

গোস্বামীদুর্গাপুরে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রবিবার বিকেল ৪টার দিকে গোস্বামী দুর্গাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামী লীগ বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

অনুষ্ঠানে গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উক্ত বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি সিরাজুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান দবির উদ্দিন বিশ্বাসের পরিচালনায়, প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আ স ম আক্তারুজ্জামান মাসুম। এতে প্রধান বক্তা ছিলেন, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা।

বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, ইবি থানার অফিসার ইনচার্জ আননূর যায়েদ, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ গোলাম মওলা, সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গোস্বামী দুর্গাপুর ইউপি চেয়ারম্যান লাল্টু রহমান। শহর ছাত্র লীগের সাবেক যুগ্ম আহবায়ক জাহিদুর রহমান সর্দার পাভেল প্রমূখ।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

বক্তারা, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলা সহ ১৭ আগস্টে ঘটে যাওয়া সিরিজ বোমা হামলার কথা উল্লেখ করে ব্যাপক আলোচনা করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালির জীবনে নেমেছিলো কালোরাত। সেদিন জাতি হারিয়েছে স্বাধীন বাংলাদেশের মহানস্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তাকে সহ তার পরিবারের সদস্যদের ঘাতকরা নির্মম ভাবে হত্যা করে। বঙ্গবন্ধুকে ছাড়া আমরা স্বাধীনতা পেতাম না। ঘাতকেরা সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করে খান্ত হয়নি। ২১ আগস্টে বঙ্গকত্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিলো। কথাই আছে রাখে আল্লাহ মারে কে, আল্লাহর রহমতে তিনি বেঁচে আছেন বলেই বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে পরিশ্রম করছেন। ঘাতকেরা ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলা করেছিলো।

বক্তারা বলেন, জামাত-বিএনপির দোষররা আবারো দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। তাদের কোন ষড়যন্ত্র আর সফল হবে না। কারন তারা উন্নয়নে বিশ্বাসী না। জামাত-বিএনপি ক্ষমতায় গেলে দেশে সন্ত্রাস, চাঁদাবাজী শুরু হয়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। সকলকে মনে রাখতে হবে বিএনপি ক্ষমতায় আসলে আবারো চাঁদা দিয়ে চলতে হবে। যারা প্রকাশ্যে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল সদস্যকে হত্যা করেছিলো। তারা হত্যার রাজনীতি ছাড়া আর কিছুই করবে না। বক্তারা আরো বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার মাস্টার মাইন্ড ছিলেন।

বঙ্গবন্ধুকে হত্যার বিচার বন্ধ করার বাস্তবায়ন করেছিলো। সে সময় বঙ্গবন্ধু হত্যার বিচার হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতা হত্যার বিচার চেয়েছেন দেশের প্রচলিত আইনে। যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। জামাত-বিএনপি মিথ্যা প্রচারে ব্যস্ত হয়ে পড়েছে। বিএনপি-জামাতের মুখে মিষ্টি’ অন্তরে বিষ। তারা কখনো দেশের মানুষের ভালো চাইবে না। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে উন্নয়ন হয়।

বিএনপি ক্ষমতায় আসলে সন্ত্রাস তৈরী হয়। জালাও পোড়াও ছাড়া তারা রাজনীতি বোঝে না। আগুন সন্ত্রাসী করে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে, আর আওয়ামী লীগ বসে থাকবে’ সেটা হবে না। বিএনপির রাজনীতি রক্ত দিয়ে, আর আওয়ামী লীগের রাজনীতি উন্নয়ন নিয়ে। এবারে সংবিধান মেনে নির্বাচন হবে। এই নির্বাচনকে সামনে রেখে শোককে শক্তিতে রুপান্তরিত করে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কুষ্টিয়ায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপির বিকল্প নেই। জনগন যদি দেশের উন্নয়ন চাই তাহলে আগামী জাতীয় নির্বাচনে জনগনের ভোটে পুনরায় আওয়ামী লীগ সরকার গঠিত হবে। সু-শৃঙ্খল ভাবে অনুষ্ঠান শেষ হয়। পরে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদ ও ২১ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা সহ বঙ্গ কত্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: