সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে কুমারখালীতে মানববন্ধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে কুমারখালীতে মানববন্ধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ১৭, ২০২৩
সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে কুমারখালীতে মানববন্ধন

জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় নিয়ে এসে ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন কুষ্টিয়ার কুমারখালীর সর্বস্তরের সাংবাদিকরা।

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে কুমারখালীতে মানববন্ধন

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে কুমারখালীতে মানববন্ধন

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে কুমারখালীতে মানববন্ধন

শনিবার (১৭ জুন) সকাল ১১ টায় কুষ্টিয়া – রাজবাড়ী সড়কের কুমারখালী বাসস্টান্ড সংলগ্ন গোলচত্বর এলাকায় ঘণ্টাব্যাপী দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

মানববন্ধনে বক্তব্য রাখেন কাঙ্গাল হরিনাথ প্রেসক্লাবের সভাপতি এবং এশিয়ান টিভি ও দেশ রুপান্তরের কুমারখালী প্রতিনিধি কে এম আর শাহিন, চ্যানেল এস ও কালবেলা পত্রিকার কুমারখালী প্রতিনিধি মনোয়ার হোসেন, বাংলা টিভির কুমারখালী ও খোকসা প্রতিনিধি এম এ উল্লাস, দৈনিক সমকালের কুমারখালী প্রতিনিধি মিজানুর রহমান নয়ন, দৈনিক ভোরের ডাকের কুমারখালী প্রতিনিধি মোশারফ হোসেন।

কুমারখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বকুল চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মোহনা টিভির কুমারখালী প্রতিনিধি পার্থ সারথি ঘোষ, বিজয় টিভির কুমারখালী প্রতিনিধি তানভির লিটন, আরশীনগর পত্রিকার আবু দাউদ রিপন, সময়ের কাজের কুমারখালী প্রতিনিধি আব্দুস সালাম অন্তর, দৈনিক গণবার্তার কুমারখালী প্রতিনিধি নয়ন শেখসহ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ সুষ্ঠ বিচারের অভাবে প্রতিনিয়ত দেশে সাংবাদিকের উপর হামলা ও মামলা বাড়ছে। আর কত সাংবাদিক হত্যা হলে এদেশে সাংবাদিকরা বিচার পাবেন? সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।’

তাঁরা আরো বলেন, ‘ সাংবাদিক নাদিমসহ সকল হত্যা ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠ বিচারের দাবি জানান তাঁরা।’

আরও পড়ুন: