দৌলতপুরে ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন
বুধবার (২২মার্চ-২০২৩) সকাল দশটায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে কনফারেন্স রুমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন গৃহহীন পরিবারকে চুতর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: এজাজ আহমেদ মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শাহীদুল ইসলাম , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, মহিলা ভাইস- চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, সহ অন্যান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দৌলতপুরে ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন
৩৯,৩৬৫ টি ঘর প্রদান সারাদেশে ৭টি জেলা ও ১৫৯ টি উপজেলা ভূমিহীন -গৃহহীনমুক্ত ঘোষণা। দৌলতপুর উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের একক গৃহনির্মাণ সংক্রান্ত তথ্য অর্থ বছর ২০২০-২০২১ সোনাইকুন্ডি, হোগলবাড়ীয়া ইউপি একক গৃহের সংখ্যা ২০ হস্তান্তর গৃহের সংখ্যা ২০ হোসেনাবাদ, মথুরাপুর ইউপি একক গৃহের সংখ্যা ১৫ হস্তান্তর গৃহের সংখ্যা ১৫ মথুরাপুর ইউপি মথুরাপুর একক গৃহের সংখ্যা ৪ হস্তান্তর গৃহের সংখ্যা ৪ দৌলতখালী, দৌলতপুর ইউপি একক গৃহের সংখ্যা ৮ হস্তান্তর গৃহের সংখ্যা ৮ ঝাউদিয়া, রিফায়েতপুর ইউপি একক গৃহের সংখ্যা ১১ হস্তান্তর গৃহের সংখ্যা ১১ শরিষাডুলী, বোয়ালিয়া ইউপি একক গৃহের সংখ্যা ৩০ হস্তান্তর গৃহের সংখ্যা ৩০ মোট ৮৮ টি।
২০২১-২০২২ অর্থ বছর শরিষাডুলী বোয়ালিয়া ইউপি একক গৃহের সংখ্যা ১৮ হস্তান্তর গৃহের সংখ্যা ১৮ নতুন ঝাউদিয়া রিফায়েতপুর ইউপি একক গৃহের সংখ্যা ১৪ হস্তান্তর গৃহের সংখ্যা ১৪ ফারাকপুর মথুরাপুর ইউপি একক গৃহের সংখ্যা ২২ হস্তান্তর গৃহের সংখ্যা ২২ ওমরপুর আড়িয়া ইউপি একক গৃহের সংখ্যা ৪৮ হস্তান্তর গৃহের সংখ্যা ৪৮ মোট ১০২ টি সর্বমোট ১৯০ টি।

