গুলশানে ভবনের ছাদ থেকে পড়ে স্পেন দূতাবাসের কর্মকর্তা নিহত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

গুলশানে ভবনের ছাদ থেকে পড়ে স্পেন দূতাবাসের কর্মকর্তা নিহত 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৪, ২০২৪

খবরওয়ালা ডেস্ক \\ রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের পিংক সিটির বিপরীতের একটি ভবনের ছাদ থেকে পড়ে স্পেন দূতাবাসের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম ইসমাইল গিল সেরেনো (৫৮)। গতকাল রোববার (৩ মার্চ) বিকেলে গুলশানের ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল রোববার বিকেলের দিকে গুলশান অ্যাভিনিউয়ের পিংক সিটির বিপরীতে একটি ভবনের ছাদ থেকে পড়ে স্পেনের এক নাগরিকের মৃত্যু হয়েছে। একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। লোকটি মানসিক বিকারগ্রস্ত ছিলেন বলেও ধারণা পুলিশের। ওসি জানান, মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে। রিপোর্ট আসার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।