কুষ্টিয়ায় জোরপূর্বক জমি জবর দখল ও গাছ কেটে নেওয়ার অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় জোরপূর্বক জমি জবর দখল ও গাছ কেটে নেওয়ার অভিযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১, ২০২৩
কুষ্টিয়ায় জোরপূর্বক জমি জবর দখল ও গাছ কেটে নেওয়ার অভিযোগ

কুষ্টিয়ার ইবি’ থানার সুগ্রীবপুরে নিজ জমির উপর থেকে জোরপূর্বক গাছ কেটে নেওয়ার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী আহমেদ আলীর পু্ত্র মোঃ হাসান মারুফ (৩৬) বলেন, গত ৩০ এপ্রিল আনুমানিক বেলা ১ টার সময় খবর পান যে, তার জমিতে থাকা গাছ কেটে ফেলা হচ্ছে।

কুষ্টিয়ায় জোরপূর্বক জমি জবর দখল ও গাছ কেটে নেওয়ার অভিযোগ

কুষ্টিয়ায় জোরপূর্বক জমি জবর দখল ও গাছ কেটে নেওয়ার অভিযোগ

কুষ্টিয়ায় জোরপূর্বক জমি জবর দখল ও গাছ কেটে নেওয়ার অভিযোগ

এমন সংবাদ পেলে ভুক্তভোগী সেখানে উপস্থিত হলে দেখতে পান যে, পূর্ব শত্রুতার জের ধরে, প্রতিপক্ষ মোঃ শাহাবুদ্দিন (৪৫) মোঃ কালাম (৫৫) মোঃ শহীদ (৫০) সর্ব পিতা অমেদ আলী ও মোঃ মাছেম ,পিতা হানেফ মন্ডল, ও তার লোকজন সহ তার (মারুফের) জমিতে থাকা গাছ ও বাশ মিলে প্রায় ৫০০০০ টাকার সম্পত্তি তারা জোরপূর্বক দখল করছে।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

সেখানে গিয়ে তাদের সাথে কথা বলতে চাইলে এক পর্যায়ে তাদের সাথে বাগবিতন্ডা শুরু হয়।
কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি (মারুফ) বাধা দিতে গেলে প্রতিপক্ষ মোঃ শহীদ জনসম্মুখে তাকে প্রাণ নাশের হুমকি প্রদান করে।

এই মর্মে ভভুক্তভোগী মোঃ হাসান মারুফ কুষ্টিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এ ব্যাপারে ইবি’ থানার অফিসার ইনচার্জ আননূর যায়েদ বিপ্লব’র কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন: