কুমারখালীতে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধুর রহস্যজনক মৃত্যু
বৃহস্পতিবার (৬ এপ্রিল) গভীর রাতে কুষ্টিয়া কুমারখালী সদকী ইউনিয়নের রায়পাড়া দক্ষিণ পাড়া গ্ৰামে মৌসুমী খাতুন নামে এক গৃহবধুর গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটছে।

কুমারখালীতে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধুর রহস্যজনক মৃত্যু
নিহত গৃহবধূ ওই এলাকার মাসুদ প্রামাণিকের স্ত্রী। তাদের ৯ ও ১০ বছরের দুই টি সন্তান রয়েছে। নিহত মৌসুমী খাতুন (২৫) উপজেলা নন্দলালপুর ইউনিয়নের চড়াইখোল গ্ৰামের ইউনুস আলীর মেয়ে।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহতের পরিবারের দাবি হত্যা করে গলায় ওড়না দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে ।
নিহতের মা সেলিনা খাতুন জানান, ১১ বছর বিয়ে হয়েছে, আমার মেয়ের বিয়ের পর থেকেই মৌসুমীর সঙ্গে শশুর বাড়ীর লোকজন যৌতুকের দাবিতে খারাপ ব্যবহার করতো। বৃহস্পতিবার সকালে আমরা সংবাদ পেয়ে এসে দেখি আমার মেয়ে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের মেঝেতে শুইয়ে রাখ হয়েছে। আমার মেয়েকে মাসুদের নির্দেশে তার মা তার ভাবি সবাই মিলে হত্যা করে । ঘরের সাথে ঝুলিয়ে দিয়ে। এখন আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে।

এবিষয়ে কুমারখালী থানার উপ পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, মরদেহটি স্থানীয়রা আগেই নামিয়েছিল। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে প্রকৃত ঘটনা পরে জানানো যাবে। তবে গৃহবধূর গলায় দাগ রয়েছে।
