কুষ্টিয়ায় রাতের অন্ধকারে গরু ব্যবসায়ীর নগদ অর্থসহ স্বর্ণালংকার চুরি
কুষ্টিয়ার ইবি থানার বেড়বাড়াদী রাতের অন্ধকারে গরু ব্যবসায়ীর নগদ অর্থ ও স্বর্ণালংকার সহ ১০ লক্ষ টাকার সম্পদ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত রোববার ৮ই অক্টোবর দিবাগত রাতে এই দূর্ধষ চুরির ঘটনা ঘটে।

কুষ্টিয়ায় রাতের অন্ধকারে গরু ব্যবসায়ীর নগদ অর্থসহ স্বর্ণালংকার চুরি
জানাযায়, কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন হরিনারায়ণপুর ইউনিয়নের বেড়বাড়াদী গ্রামের মো: দুলাল শেখের বড় ছেলে গরু ব্যবসায়ী মো: জাহাঙ্গীর হোসেনের নিজ বাড়ীতে এই চুরি হয়েছে।
তিনি জানান, প্রতিদিনের মতো রাতে খাওয়া-দাওয়া শেষে পরিবারের সদস্যরা সবাই ঘুমিয়ে যান, ভোর রাতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে উঠে দেখে তাদের ঘরের সমস্ত জিনিস পত্রাদি এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে আছে এবং ঘরের দরজা ভাঙ্গা। আলমারি দেখতে গেলে দেখে আলমারির তালা ভাঙ্গা এবং আলমারির ভিতর থাকা নগদ ৫৪৮,০০০ হাজার টাকা এবং প্রায় ৪ ভরি স্বর্ণ নেই। তাদের কান্নাকাটি এবং চিৎকারের শব্দে আশপাশের প্রতিবেশীরা ঘটনাস্থলে আসে এবং চুরি হওয়ার আলামত দেখতে পায়।

এ বিষয়ে জাহাঙ্গীর হোসেন ইবি থানা পুলিশকে অবগত করলে তাৎক্ষণিক ইবি পুলিশের একটি টিম ঘটনাস্থল পর্যবেক্ষণ করে কিছু আলামত সংগ্রহ করেন। এ বিষয়ে ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আন্নূর যায়েদ বলেন, এ বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
