নিজ সংবাদ ॥ গনমানুষের পাশে থাকার প্রত্যয়ে ‘স্বাধীন বাংলার নতুন প্রজন্ম’ স্লোগানে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন অনলাইন পোর্টাল নবদেশ-২৪। গতকাল শনিবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার সময় কুষ্টিয়া প্রেস ক্লাবের স্থায়ী কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠানের মাধ্যমে অনলাইন সংবাদ মাধ্যমটির উদ্বোধন করা হয়। এসময় অনলাইন পোর্টালের সম্পাদক মোহাম্মদ আবু জাহিদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল-মামুন সাগর, সিনিয়র সহ সভাপতি লুৎফর রহমান কুমার, সহ সভাপতি নূরুন্নবী বাবু, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জান ডাবলু, কোষাধক্ষ্য লিটন উজ জামান, নির্বাহী সদস্য মানিক, ইবি থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুম রহমান, একুশে টিভির জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, দৈনিক সময়ের কাগজ পত্রিকার সহ সম্পাদক খন্দকার সোহেল টানু ও শাহারিয়া ইমন রুবেল, দৈনিক শিকল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান, দৈনিক কুষ্টিয়া খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন, নবদেশ টোয়েন্টিফোর সহ-সম্পাদক মাজেদুল ইসলাম মন্ডল সহ জেলার অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ। নবদেশ ২৪ এর সম্পাদক মোহাম্মদ আবু জাহিদ বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের দৃঢ় প্রত্যায়ে আনুষ্ঠানিকভাবে নবদেশ-২৪ এর যাত্রা শুরু হলো। আমরা আগামীতে প্রিন্ট ও অনলাইন সংস্কারণে গণমানুষের পাশে থাকার আশা ব্যক্ত করছি। সকলকে পাশে থাকার আহ্বান জানাচ্ছি।
