পিঠে দুর্নীতির ছাপ নিয়ে বিএনপি গণতন্ত্রের ছবক দিচ্ছে : ইনু
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির কোন লজ্জা শরম নাই। তারা পিঠে দুর্নীতি আর সন্ত্রাসের ছাপ নিয়ে মানুষকে গণতন্ত্রের ছবক শেখানোর ঠাট্টা মশকরা করছে।

পিঠে দুর্নীতির ছাপ নিয়ে বিএনপি গণতন্ত্রের ছবক দিচ্ছে : ইনু
হাসানুল হক ইনু রবিবার সকাল ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউজে জাসদের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরো বলেন, নির্বাচন কিভাবে করবে তা নিয়ে বিএনপির কোন মাথা ব্যাথ্যা নেই। তারা নির্বাচনের আগে সরকার উৎখাত করে একটি অসাংবিধানিক সরকার আনতে চাই। এর মানে হচ্ছে তারা সংবিধান বানচাল করতে চাই। কিন্তু কোন অবস্থায় তাদের সে সুযোগ দেওয়া হবে না। যথা সময়েই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ইনু বলেন, বিএনপি আন্দোলনের নামে আগুন সন্ত্রাস ও জঙ্গীবাদ ছড়াতে চাইলে কোন অবস্থাতেই তা সহ্য করা হবে না।
![]()
এসময় মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলমসহ স্থানীয় জাসদ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
