খোকসা প্রতিনিধি ॥ আমি আপনাদের সন্তান। খোকসা কুমারখালী থেকে আপনারা আমাকে বারবার নির্বাচিত করায় আমি কৃতজ্ঞ। অনেকদিন আপনাদের ভোটাধিকার ছিল না। এবার ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে ধানের শীষে ভোট দিন। আমি অতীতে আপনাদের সাথে ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। গতকাল সোমবার (১৭ নভেম্বর) বিকেলে গোপগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন। সাবেক চেয়ারম্যান ও গোপগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফুল আলম মোলার সভাপতিত্বে উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলনেত্রী অধ্যাপিকা সৈয়দা ফাহিমা বানু।
বক্তব্য রাখেন, খোকসা থানা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, থানা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুহাঃ আনিস উজ জামান স্বপন, খোকসা পৌর বিএনপির আহবায়ক এ জেট জি রশিদ রেজা বাজু মুন্সি, সিনিয়র যুগ্ম আহবায়ক নাফিজ আহমেদ খান রাজু, সদস্য সচিব মোস্তফা শরীফ, গোপগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রামানিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সৈয়দ মেহেদী আহমেদ রুমী আরো বলেন, দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করা রাজনৈতিক শিষ্টাচার। দল আমাকে ধানের শীষ প্রতীক দিয়েছে। প্রার্থী যেই হোক, আমরা সবাই দলের স্বার্থে ধানের শীষের পক্ষেই কাজ করবো।
