নিজস্ব প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার জোত মানিককাট কাঁদামাটির সড়কে জনদুর্ভোগের সীমা নেই। বিশেষ করে বর্ষা মৌসুমের এই এলাকার মানুষের দূর্ভোগ আরো কয়েকগুণ বেড়ে যায়। সামান্য বৃষ্টিতে সড়কটি পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
বিশেষ করে বয়স্ক লোকেদের দূর্ভোগের সীমা থাকে না। গতকাল শুক্রবার (২ আগস্ট) সাধারণ জনগণ ও নেতাকর্মীদের লোকমুখে জনদুর্ভোগের এই খবর শুনেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সসদ্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
এরপর তিনি বৃষ্টিস্নাত গোধূলিতে তিনি নিজেই সড়কটি পরিদর্শনে যান এবং এলাকাবাসী ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রায় এক কিলোমিটার সড়ক কাঁদামাটি মাড়িয়ে পরিদর্শন করেন তিনি। এসময় ঝিনাইদহের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস ভিক্টর উপস্থিত ছিলেন।
এবিষয়ে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বলেন, সাধারণ খেটে খাওয়া মানুষ আমার প্রাণ। ছুটে চলার শক্তি। জনদুর্ভোগ নিরসনে খুব দ্রুতই সড়কটি সংস্কার করা হবে। খোকসা ও কুমারখালীর কোনো সড়ক কাচা থাকবে না।
