খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় খোকসা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। সভায় বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরে বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ সোহেল রানা, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফজলুল হক এবং খোকসা থানা পুলিশের প্রতিনিধি মোঃ রাজু আহমেদ। এছাড়াও কুষ্টিয়া-৪ আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী ডা. মোঃ আবু বক্কর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সুধীজনেরা সভায় উপস্থিত ছিলেন।
