মিলন, খোকসা ॥ গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। দেশের বরেণ্য শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পী, শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিদের তাদের বাড়ি থেকে তুলে নিয়ে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে নির্মমভাবে নির্যাতন ও হত্যা করা হয়। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে কুষ্টিয়ার খোকসা উপজেলায়। গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খোকসা থানা অফিসার ইনচার্জ মোঃ মঈনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মোঃ কামরুজ্জামান সোহেল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা এজেড রশিদ রেজা বাজু, খোকসা ইউনিয়নের চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সহ সকল দপ্তরের প্রধান, স্থানীয় গণ্যমান ব্যক্তি ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
