খোকসায় রাসুল (সাঃ) কে নিয়ে কটূক্তি করায় সিরাজ সর্দার আটক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় রাসুল (সাঃ) কে নিয়ে কটূক্তি করায় সিরাজ সর্দার আটক 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ৬, ২০২৪

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের মৃত বেগো সর্দারের ছেলে সিরাজ সর্দার (৪৫) ফুলবাড়ি মোড়ে গত (২ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে ফুলবাড়ি মোড়ে মহানবী (সঃ) কে নিয়ে কটুক্তি করেন। তিনি যে কটুক্তি করেন বলে জানা গেছে  তিনি বলেন  ঈসা (আঃ) পিতা ছাড়া কিভাবে জন্ম নিতে পারে? এটা অসম্ভব। আর তার জন্মের বৈধতা দেওয়ার জন্য মুহাম্মদ (সঃ) মরিয়াম কে বিবাহ করবেন। 

হাশরের ময়দানে মুহাম্মদ (সঃ} কিছুই করতে পারবেন না। কোরআন সাধারণ একটা বই। এই বাল দিয়ে কিছুই হবেনা। সিরাজ সর্দারের এমন ঘৃন্য কটুক্তির সময় প্রত্যক্ষদর্শী হিসেবে উপস্থিত সাক্ষী দেন ফুলবাড়ি গফুর সদ্দারের ছেলে নয়ন সদ্দার (৩০), আলাউদ্দীন  মন্ডলের ছেলে হারুন (২৫) আব্দুর রহমান শেখের ছেলে তুহিন (৩৫), এ ঘটনার সূত্রপাত দুপুর হওয়ায় ফুলবাড়ি মোড়ে খুব বেশি মানুষের আনাগোনা না থাকায়, কটুক্তিকারী সিরাজ সর্দার দ্রুত পালিয়ে যায়।

পরবর্তী সময়ে ঘটনাটি জানাজানি হলে এলাকায় ধর্মপ্রাণ মুসলমানেরা ক্ষোভে ফেটে পড়ে। এহেন ঘটনার পরিপেক্ষিতে সন্ধায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় ফুলবাড়ি মোড়ে। প্রতিবাদ সভায় বক্তারা গত ০৩/১০/২০২৪ ইং তারিখে খোকসা থানায় কটুক্তিকারী সিরাজের বিরুদ্ধে মামলা করেন এবং প্রশাসন তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে আন্দোলন তীব্র থেকে আরও তীব্রতর হয়, খোকসা বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করবেন বিক্ষুব্ধ ধর্মপ্রাণ মুসলমানেরা।পরে খোকসা থানা পুলিশের বিশেষ অভিযানে গত শুক্রবার গভীর রাতে সিরাজ সদ্দার নামের ওই ব্যক্তিকে আটক করে গতকাল দুপুরে তাকে কুষ্টিয়া জেল হাজতে প্রেরণ করেন।