খোকসায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন
কুষ্টিয়ার খোকসায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়। প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দিনের কর্মসূচী শুরু করে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শেষ হয়।

খোকসায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন
পরবর্তীতে খোকসা উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ , ডিস প্লে বিভিন্ন ইভেন্টের খেলার মধ্যে বালিশ খেলা, সাংবাদিকদের বালতির মধ্যে বাষ্কেট বল প্রীতি ফুটবল উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের মধ্যে অনুষ্ঠিত হয়। পরে পুরুষ্কার বিতরন অনুষ্ঠান করা হয়। ১৬ ডিসেম্বর সকাল এগোরোটার সময় খোকসা উপজেলা জানিপুর পাইলট বিদ্যালয়ের মাঠে দিন ভর কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় খোকসা উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার, খোকসা উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা, সহকারি (ভূমি) বিধান কান্তি হালদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, কৃষি কর্মকর্তা সবুজ সাহ, শিক্ষা অফিসার নাজমুল হক উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, খোকসা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা সহ গনমাধ্যম কর্মীরা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ।
