খোকসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২২, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (”ক” সার্কেল) এর পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন খোকসা উপজেলার শোমসপুর পশ্চিম রেলপাড়া গ্রামের মোঃ রাজ্জাক মন্ডলের ছেলে মোঃ ফারুক মন্ডল (৪৫) এবং একই উপজেলার হেলালপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ মিজানুর রহমান (৩৩)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় “ক” সার্কেল এর সূত্র মতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (২১ মার্চ) দপুর দেড়টার সময় মোঃ ফারুক মন্ডল এর বাড়িতে তল্লাশি করে তার বসতঘরের দক্ষিণ পার্শ্বের কক্ষের মধ্যে চৌকির উপর বালিশের নীচে একটি পলিথিনের ভিতর থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট  জব্দ করা হয়।  জানা যায়, ফারুক মন্ডল ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ দখলীয় বসতঘরে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সংরক্ষণ করছিলো। এই বিষয়ে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয় “ক” সার্কেলের পরিদর্শক মোঃ বেলাল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ সনের ৩৬ (১) সারণী ২৯ (ক) ধারায় খোকসা থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন। অপরদিকে গতকাল ভ্রাম্যমান অভিযান পরিচালনা কালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ সনের ৩৬ (৫) ধারায় মোঃ মিজানুর রহমান দোষী সাবস্ত হওয়ায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং সেই সাথে ৫’শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।