মিলন, খোকসা ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার সমষপুর ইউনিয়নের নিশ্চিন্ত বাড়িয়া গ্রামে মাছের সাথে শত্রুতা রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে ওই মৎস্য খামারি মোঃ এনামুল হক বলেন গত দুই বছর আগে লিজ কৃত পুকুরটিতে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছি । গত ৫ ডিসেম্বর বৃহস্পতিবার গভীর রাতের দিকে বিষ প্রয়োগ করে আমার পুকুরের সব মাছ নষ্ট করে ফেলেছে এতে আমার প্রায় লক্ষাধিক টাকা ক্ষয় ক্ষতি হয়েছে। ক্ষুদ্র ওই খামারি বলেন, রুই, কাতলা, শিং শোল মাছ সহ নানা প্রজাতির মাছ চাষ করে থাকি।
তিনি বলেনএ ঘটনাটি ঘটিয়েছে একই গ্রামের মৃত ফটিক সেকের ছেলে সিরাজুল ইসলাম (হক) (৫০) ও মৃত ইসলাম শেখের ছেলে মিঠু শেখ (৩০) পুকুরটি মাঠের মধ্যে এবং ইনাদের বাড়ির পাশে হওয়ায় প্রতিনিয়ত পুকুরের মাছ চুরিসহ তারাই অপকর্ম চালিয়ে যাচ্ছে। শুধু এই বছরেই নয়, গতবছরেও এভাবে বিষ প্রয়োগ করেছিল আমি এর কোন সুবিচার পায়নি, এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। এ ঘটনা সত্যতা জানতে গেলে সিরাজুল ইসলাম ওরফে হকের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে খোকসা থানা অফিসার ইনচার্জ মঈনুল ইসলাম বলেন, ঘটনাটি শোনার পরে তাৎক্ষণিক আমাদের পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেন, আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
