খোকসায় বেড়েছে সোনালি আঁশের রূপালী কাঠির কদর - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় বেড়েছে সোনালি আঁশের রূপালী কাঠির কদর

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ১২, ২০২৩
খোকসায় বেড়েছে সোনালি আঁশের রূপালী কাঠির কদর

কুষ্টিয়ার খোকসায় বেড়েছে পাটকাঠির চাহিদা। চলতি মৌসুমে শুধু এই পণ্যটি থেকেই প্রায় ৭০ লক্ষ টাকা আয় হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পাট বিক্রি করে ভালো দাম না পেলেও পাটের কাঠির মাধ্যমে তা পুষিয়ে নেয়ার আশা করছেন কৃষকরা।

খোকসায় বেড়েছে সোনালি আঁশের রূপালী কাঠির কদর

খোকসায় বেড়েছে সোনালি আঁশের রূপালী কাঠির কদর

খোকসায় বেড়েছে সোনালি আঁশের রূপালী কাঠির কদর

কিছু দিন আগেও খোকসায় খুব একটা চাহিদা ছিলো না পাটকাঠির। তবে সম্প্রতি বেড়েছে পণ্যটির কদর। কৃষকরা বলছেন, পানি সংকটে সময়মতো জাগ দিতে না পারায় চলতি মৌসুমে সোনালী আঁশ নিয়ে বিপাকে পরেছিলেন তারা। পাননি ভালো দামও। তবে সেই ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে দিচ্ছে পাটকাঠি। ফলে বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা কিনছে রূপালী কাটি।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

পুড়ানো পাটকাঠি থেকে তৈরি করা হয় প্রিন্টারের কালি, সার এমনকি ওষুধও। পাটচাষিদের ন্যায্যমূল্যে ব্যাবসায়ীদের আরও আন্তরিক হওয়ার আহবান সংশ্লিষ্টদের।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা জানান, এবার ০৪ হাজার ৩৫০ হেক্টর জমিতে আবাদ হয়েছে সোনালী আঁশের। যা থেকে পাওয়া পাটকাঠির মুল্য ৭০ লক্ষ টাকা ছাড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন: